০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। এর আগে তিনি পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির অনুমতিক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিয়াছ উদ্দিন আহাম্মদকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (প্রেষণে) বদলি করা হলো। তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন এবং তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন। তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

ট্রাম্প-মোদির আলোচনায় যেসব বিষয় প্রাধান্য পেতে পারে

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন

আপডেট টাইম : ০৮:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। এর আগে তিনি পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির অনুমতিক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিয়াছ উদ্দিন আহাম্মদকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (প্রেষণে) বদলি করা হলো। তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন এবং তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন। তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্য তহবিল, গোষ্ঠী বীমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।