০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন। হাসিনাকে কি ছুড়ে ফেলে দেন নাই? প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুড়ে ফেলে দিয়েন। শাপলা কলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন।

রোববার (৭ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গুন্ডানির্ভর রাজনৈতিক দল না। গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করতে পারব না। মানুষের ভালোবাসা অর্জন করতে রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় নেমেছি। জনগণের সহযোগিতায় এনসিপির নেতৃত্বে এক সময় সরকার গঠন হবে।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গুন্ডা-পান্ডানির্ভর। আমাদের অনেক বড় সংগঠন নাই। আমরা শুরু করেছি কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না। ইনশাআল্লাহ আমরা এক সময় সরকার গঠন করব। দেবিদ্বারে মন্ত্রিত্ব আসবে ইনশাআল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যদি আমাদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা না করেন তাহলে বড় হওয়া সম্ভব না। কারণ যে রাজনৈতিক দল আমরা করেছি এই দলটা হয়েছে নয় মাসের মধ্যে। আমরা বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছি।

একই দিনে প্রায় ১০টিরও বেশি পথসভা এবং বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে গ্রামের নারী-পুরুষ হাসনাত আবদুল্লাহকে আপ্যায়ন করেন এবং নির্বাচনে খরচ করার জন্য তাকে টাকাপয়সা দেন। এ সময় স্থানীয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

ভোটের পরিবেশ নষ্টের অপচেষ্টা আগেই প্রতিরোধ করতে হবে: পুলিশ সুপার

একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন: হাসনাত আবদুল্লাহ

আপডেট টাইম : ০৯:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দেন, যদি না পারি ছুড়ে ফেলে দেবেন। হাসিনাকে কি ছুড়ে ফেলে দেন নাই? প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুড়ে ফেলে দিয়েন। শাপলা কলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন।

রোববার (৭ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গুন্ডানির্ভর রাজনৈতিক দল না। গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করতে পারব না। মানুষের ভালোবাসা অর্জন করতে রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় নেমেছি। জনগণের সহযোগিতায় এনসিপির নেতৃত্বে এক সময় সরকার গঠন হবে।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গুন্ডা-পান্ডানির্ভর। আমাদের অনেক বড় সংগঠন নাই। আমরা শুরু করেছি কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না। ইনশাআল্লাহ আমরা এক সময় সরকার গঠন করব। দেবিদ্বারে মন্ত্রিত্ব আসবে ইনশাআল্লাহ।

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা যদি আমাদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা না করেন তাহলে বড় হওয়া সম্ভব না। কারণ যে রাজনৈতিক দল আমরা করেছি এই দলটা হয়েছে নয় মাসের মধ্যে। আমরা বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছি।

একই দিনে প্রায় ১০টিরও বেশি পথসভা এবং বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে গ্রামের নারী-পুরুষ হাসনাত আবদুল্লাহকে আপ্যায়ন করেন এবং নির্বাচনে খরচ করার জন্য তাকে টাকাপয়সা দেন। এ সময় স্থানীয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।