চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। ভোটের পরিবেশ নষ্টের যে কোনো অপচেষ্টা আগেই শনাক্ত করে প্রতিরোধ করতে হবে। টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি—সব ক্ষেত্রেই সমন্বিত পরিকল্পনা নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের ক্ষেত্রে আরও কঠোর হতে হবে।
রোববার (৭ ডিসেম্বর) নগরের দুই নম্বর গেইট চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার সদ্য যোগদান করা অফিসার ইনচার্জদের সঙ্গে আইন–শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী দায়িত্বপালন সংক্রান্ত সভায় এসব কথা বলেন।
দায়িত্বকে ‘চ্যালেঞ্জ ও সুযোগের সমন্বয়’ হিসেবে উল্লেখ করে নাজির আহমেদ খাঁন বলেন, আইন–শৃঙ্খলা রক্ষা, জনবিশ্বাস অটুট রাখা এবং সেবা প্রদানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা—এটি সফলভাবে সম্পন্ন করাই এখন প্রধান অগ্রাধিকার। পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও জনগণের প্রতি শ্রদ্ধা বজায় রেখে কাজ করার আহ্বান জানাই।
মাদক–সন্ত্রাস–অস্ত্রসহ অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ জানিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ বাড়াতে হবে। পাশাপাশি জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রত্যেকে নিজ নিজ থানাকে একটি প্রকৃত সেবাকেন্দ্রে পরিণত করবেন। জনগণের জন্য কাজ করুন, তারাই আপনাদের সম্মান দেবে।
সভায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ সিনিয়র কর্মকর্তা ও সব থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















