১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

১০ কোটি পারিশ্রমিক বাড়িয়েছেন জুনিয়র এনটিআর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ৫৭১ বার পঠিত

পারিশ্রমিক বাড়িয়েছেন জুনিয়র এনটিআর

আর-আর-আর- সাফল্যে ভাসছেন দক্ষিণ ভারতীয় তারকা জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এই মাসে বক্স অফিসে সিনেমাটি তুমুল সাড়া ফেলার পর নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন দক্ষিণি এই সুপারস্টার।

তেলেগু ভাষার বিনোদন ভিত্তিক নিউজ পোর্টাল টলিউড ডটকম এক প্রতিবেদন এ জানিয়েছে, “আরআরআর” সাফল্যে প্যান ইন্ডিয়ান তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন জুনিয়র এনটিআর। এই কারণে পরিচালক কোরা তলা শিবার যে সিনেমার কাজ করতে যাচ্ছেন, জুনিয়র এনটিআর সেটির জন্য ৫৫ কোটি রুপি দাবি করেছেন এই মুহূর্তে। শুটিং এ অংশ গ্রহণ করবেন সর্ব মোট ৭০ দিন।

দক্ষিণী এই গণমাধ্যমটির আরও দাবি করেন, এর আগে ডিভিভি দানাইয়ার ব্যানারে নির্মিত সিনেমায় ভীম চরিত্রে অভিনয়ের জন্য ৪৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন জুনিয়র এনটিআর।

গুঞ্জন আছে শোনা যাচ্ছে, কোরা-তলা শিবা ও জুনিয়র এনটিআরের নতুন এই সিনেমায় আলিয়া ভাট অভিনয় করবেন। তবে এ ও শোনা যাচ্ছে, আলিয়া সিনেমাটি করতে রাজি হননি।
 
কোরা-তালা শিবা দক্ষিণী সিনেমার সফল বাণিজ্যিক পরিচালক হিসেবে বিবেচিত এক নাম। তিনি এমন একটি গল্পের চিত্র নাট্য পরিচালনা করেছেন, যা সমগ্র ভারতের দর্শকের কাছে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

বিজ্ঞাপনের নামে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনলাইন টিভির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

১০ কোটি পারিশ্রমিক বাড়িয়েছেন জুনিয়র এনটিআর

আপডেট টাইম : ০৩:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

আর-আর-আর- সাফল্যে ভাসছেন দক্ষিণ ভারতীয় তারকা জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। এই মাসে বক্স অফিসে সিনেমাটি তুমুল সাড়া ফেলার পর নিজের পারিশ্রমিকও বাড়িয়েছেন দক্ষিণি এই সুপারস্টার।

তেলেগু ভাষার বিনোদন ভিত্তিক নিউজ পোর্টাল টলিউড ডটকম এক প্রতিবেদন এ জানিয়েছে, “আরআরআর” সাফল্যে প্যান ইন্ডিয়ান তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন জুনিয়র এনটিআর। এই কারণে পরিচালক কোরা তলা শিবার যে সিনেমার কাজ করতে যাচ্ছেন, জুনিয়র এনটিআর সেটির জন্য ৫৫ কোটি রুপি দাবি করেছেন এই মুহূর্তে। শুটিং এ অংশ গ্রহণ করবেন সর্ব মোট ৭০ দিন।

দক্ষিণী এই গণমাধ্যমটির আরও দাবি করেন, এর আগে ডিভিভি দানাইয়ার ব্যানারে নির্মিত সিনেমায় ভীম চরিত্রে অভিনয়ের জন্য ৪৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন জুনিয়র এনটিআর।

গুঞ্জন আছে শোনা যাচ্ছে, কোরা-তলা শিবা ও জুনিয়র এনটিআরের নতুন এই সিনেমায় আলিয়া ভাট অভিনয় করবেন। তবে এ ও শোনা যাচ্ছে, আলিয়া সিনেমাটি করতে রাজি হননি।
 
কোরা-তালা শিবা দক্ষিণী সিনেমার সফল বাণিজ্যিক পরিচালক হিসেবে বিবেচিত এক নাম। তিনি এমন একটি গল্পের চিত্র নাট্য পরিচালনা করেছেন, যা সমগ্র ভারতের দর্শকের কাছে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।