১২:১০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

চলতি মাসেই ঢাকা আসতে পারেন মোদি

বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরের পরিকল্পনা করছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ তথা ‘প্রতিবেশী প্রথম’ নীতির বাস্তবায়নে এবং দক্ষিণ এশিয়ায় অগ্রগণ্য অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

চলতি জুন মাসের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নির্ধারিত ছিল। তবে নয়াদিল্লির আমন্ত্রণে গত শনিবার তিনি ভারতে যান এবং রোববার (৯ জুন) মোদির মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এরপর মোদির সঙ্গে এক বৈঠকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই আমন্ত্রণের পরই মোদির ঢাকা সফরের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদন মতে, সম্ভাব্য সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন, জুনের শেষ দিকে মোদির সম্ভাব্য ঢাকা সফর নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা আলোচনা করছেন।

মোদির এই সফরে আন্তঃসীমান্ত যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়াতে চায় বলে জানান সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

বিজ্ঞাপনের নামে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনলাইন টিভির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

চলতি মাসেই ঢাকা আসতে পারেন মোদি

আপডেট টাইম : ১১:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরের পরিকল্পনা করছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।
সংবাদমাধ্যমটি বলেছে, ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’ তথা ‘প্রতিবেশী প্রথম’ নীতির বাস্তবায়নে এবং দক্ষিণ এশিয়ায় অগ্রগণ্য অবস্থান ধরে রাখতে প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

চলতি জুন মাসের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নির্ধারিত ছিল। তবে নয়াদিল্লির আমন্ত্রণে গত শনিবার তিনি ভারতে যান এবং রোববার (৯ জুন) মোদির মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন।
এরপর মোদির সঙ্গে এক বৈঠকে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই আমন্ত্রণের পরই মোদির ঢাকা সফরের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদন মতে, সম্ভাব্য সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন, জুনের শেষ দিকে মোদির সম্ভাব্য ঢাকা সফর নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা আলোচনা করছেন।

মোদির এই সফরে আন্তঃসীমান্ত যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব বাড়াতে চায় বলে জানান সংশ্লিষ্টরা।