০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

বন্ধ হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষার

  • নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ৪৯৫ বার পঠিত

বন্ধ হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষার

এই বছরেও ৮ম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

গত রোববার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এই সময় তপন কুমার সরকার বলেন, ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। তবে সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। সেই জন্য পরীক্ষা হবার সম্ভাবনা কম।

তপন কুমার বলেন, মন্ত্রণালয় চাইলে আমরা পরীক্ষা নিতে পারবো। তবে পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।

এছাড়া বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আরও বলেন, আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। তারপর খুব কম সময়ই পাওয়া যাবে।

তিনি আরও বলেন, জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক পরীক্ষা হোক ৮ম শ্রেণি উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সনদ পাবে। এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা সমপনী নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

বিজ্ঞাপনের নামে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনলাইন টিভির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

বন্ধ হতে পারে জেএসসি-জেডিসি পরীক্ষার

আপডেট টাইম : ১০:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

এই বছরেও ৮ম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

গত রোববার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এই সময় তপন কুমার সরকার বলেন, ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। তবে সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। সেই জন্য পরীক্ষা হবার সম্ভাবনা কম।

তপন কুমার বলেন, মন্ত্রণালয় চাইলে আমরা পরীক্ষা নিতে পারবো। তবে পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।

এছাড়া বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আরও বলেন, আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। তারপর খুব কম সময়ই পাওয়া যাবে।

তিনি আরও বলেন, জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক পরীক্ষা হোক ৮ম শ্রেণি উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সনদ পাবে। এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা সমপনী নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।