১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ৩৯৫ বার পঠিত

পদত্যাগ করছেন ডিপজল

গত নির্বাচনকে ঘিরে নানান কর্ম-কাণ্ডের কারণে সারা দেশের মানুষের কাছে আলোচিত একটি সংগঠনের নাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। জায়েদ খান এবং মিশা সওদাগর প্যানেলের হয়ে সংগঠনেরই গত বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন খল চরিত্রের অভিনয় শিল্পী ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে এই প্যানেলের একাধিক সদস্য পদত্যাগ করেছেন। কিছু দিন আগে পদত্যাগ করা রোজিনার পদত্যাগপত্র সমিতির কার্যকরী পরিষদের দ্বিতীয় মিটিংয়ে কার্যকরও হয়েছে। তাঁর জায়গায় সদস্য করা হয়েছে চিত্র নায়ক রিয়াজকে।

শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। তিনিও এবার পদত্যাগ করতে যাচ্ছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল। আগামী ২১ মে ২০২২ নির্বাচন হওয়ার কথা। তিনি ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কারনে খুব শিগগিরই শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠন তন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)- এ বলা আছে, “শিল্পী সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সমিতির কার্যকরী পরিষদের সদস্য থাকিলে অত্র সমিতির কার্যকরী পরিষদের কোনো পদের জন্যই তিনি যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না।” এই ব্যাপারে কিছুদিন আগে ডিপজল জানিয়েছিলেন, “আমি এই নিয়ম আগে জানতাম না। জানা থাকলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যেহেতু জজেহেট তাই যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগপত্র জমা দেওয়াই ভালো।”

তবে পদত্যাগ পত্র জমা দেওয়ার ব্যাপারটি এখনো জানেন না বর্তমান শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক। আজ দুপুরে যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন তিনি বলেন, “ডিপজল ভাই প্রযোজক সমিতির নির্বাচন করবেন। মনোনয়ন পত্র ও জমা দিয়েছেন। কিন্তু সেখানে নির্বাচন করলে গঠনতন্ত্র মোতাবেক শিল্পী সমিতির পদে বহাল থাকতে পারবেন না। তার আগেই পদত্যাগ করতে হবে। লোক মুখে শুনেছি তিনি পদত্যাগ করবেন। তবে এই ব্যাপারে কোনো আলোচনা বা কোনো আবেদন আমাদের কাছে আসেনি। আসলে অবশ্যই আপনাদের জানাবো।”

এই বিষয়ে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ঘনিষ্ঠ জন আমাদের জানিয়েছেন তিনি এখন একটু অসুস্থ আছেন। চিকিৎসা নিতে তিটি দেশের বাইরে গেছেন। তাড়াতাড়ি চলে আসবেন বলে জানিয়েছেন। এসেই পদত্যাগ পত্র জমা দিয়ে দেবেন বলে জানিয়েছেন।”

About Author Information

চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল

আপডেট টাইম : ০৪:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

গত নির্বাচনকে ঘিরে নানান কর্ম-কাণ্ডের কারণে সারা দেশের মানুষের কাছে আলোচিত একটি সংগঠনের নাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। জায়েদ খান এবং মিশা সওদাগর প্যানেলের হয়ে সংগঠনেরই গত বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন খল চরিত্রের অভিনয় শিল্পী ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এরই মধ্যে এই প্যানেলের একাধিক সদস্য পদত্যাগ করেছেন। কিছু দিন আগে পদত্যাগ করা রোজিনার পদত্যাগপত্র সমিতির কার্যকরী পরিষদের দ্বিতীয় মিটিংয়ে কার্যকরও হয়েছে। তাঁর জায়গায় সদস্য করা হয়েছে চিত্র নায়ক রিয়াজকে।

শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। তিনিও এবার পদত্যাগ করতে যাচ্ছেন। এবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন ডিপজল। আগামী ২১ মে ২০২২ নির্বাচন হওয়ার কথা। তিনি ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কারনে খুব শিগগিরই শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠন তন্ত্রের ৯ নম্বর অনুচ্ছেদের (ত)- এ বলা আছে, “শিল্পী সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সমিতির কার্যকরী পরিষদের সদস্য থাকিলে অত্র সমিতির কার্যকরী পরিষদের কোনো পদের জন্যই তিনি যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না।” এই ব্যাপারে কিছুদিন আগে ডিপজল জানিয়েছিলেন, “আমি এই নিয়ম আগে জানতাম না। জানা থাকলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতাম। এখন যেহেতু জজেহেট তাই যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগপত্র জমা দেওয়াই ভালো।”

তবে পদত্যাগ পত্র জমা দেওয়ার ব্যাপারটি এখনো জানেন না বর্তমান শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক। আজ দুপুরে যখন তাঁর সঙ্গে কথা হয়, তখন তিনি বলেন, “ডিপজল ভাই প্রযোজক সমিতির নির্বাচন করবেন। মনোনয়ন পত্র ও জমা দিয়েছেন। কিন্তু সেখানে নির্বাচন করলে গঠনতন্ত্র মোতাবেক শিল্পী সমিতির পদে বহাল থাকতে পারবেন না। তার আগেই পদত্যাগ করতে হবে। লোক মুখে শুনেছি তিনি পদত্যাগ করবেন। তবে এই ব্যাপারে কোনো আলোচনা বা কোনো আবেদন আমাদের কাছে আসেনি। আসলে অবশ্যই আপনাদের জানাবো।”

এই বিষয়ে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ঘনিষ্ঠ জন আমাদের জানিয়েছেন তিনি এখন একটু অসুস্থ আছেন। চিকিৎসা নিতে তিটি দেশের বাইরে গেছেন। তাড়াতাড়ি চলে আসবেন বলে জানিয়েছেন। এসেই পদত্যাগ পত্র জমা দিয়ে দেবেন বলে জানিয়েছেন।”