০৫:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

জামিন পেলেন ইভ্যালির রাসেল

  • নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • ৪৪৬ বার পঠিত

জামিন পেলেন ইভ্যালির রাসেল

ব্যাংক চেক প্রতারণার পৃথক ৯টি মামলায় জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে এই আদেশ দেন।

ইভ্যালির সিইও রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, অনেক গ্রাহক রাসেল গ্রেপ্তার হওয়ার পর বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন। আজকে পর্যন্ত রাসেল দশটি মামলায় জামিন পেয়েছেন। তাহার জানা মতে, রাসেলের বিরুদ্ধে আরও ৩টি মামলা রয়েছে। তবে সেসব মামলায় রাসেল এখনো জামিন পাননি।

কিছু দিন আগে রাসেলের স্ত্রী শামীমা নাসরিন সব মামলায় জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন।

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে, এক গ্রাহকের করা মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর ২০২২ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ইভ্যালির সিইও রাসেল ও তাঁর স্ত্রী। তারপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে ছিল। এখনো পর্যন্ত মামলা গুলোর তদন্ত কাজ চলছে।

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

চসিকের উচ্ছেদকৃত পাঁচলাইশে সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মিত সেই দোকানগুলো পুনরায় চালুর পায়তারা

জামিন পেলেন ইভ্যালির রাসেল

আপডেট টাইম : ০৫:৪৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

ব্যাংক চেক প্রতারণার পৃথক ৯টি মামলায় জামিন পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে এই আদেশ দেন।

ইভ্যালির সিইও রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, অনেক গ্রাহক রাসেল গ্রেপ্তার হওয়ার পর বাদী হয়ে থানা ও আদালতে মামলা করেছেন। আজকে পর্যন্ত রাসেল দশটি মামলায় জামিন পেয়েছেন। তাহার জানা মতে, রাসেলের বিরুদ্ধে আরও ৩টি মামলা রয়েছে। তবে সেসব মামলায় রাসেল এখনো জামিন পাননি।

কিছু দিন আগে রাসেলের স্ত্রী শামীমা নাসরিন সব মামলায় জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন।

গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে, এক গ্রাহকের করা মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর ২০২২ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হন ইভ্যালির সিইও রাসেল ও তাঁর স্ত্রী। তারপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে ছিল। এখনো পর্যন্ত মামলা গুলোর তদন্ত কাজ চলছে।