বিজ্ঞাপনের নামে ৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি অনলাইন ভিত্তিক ভূঁইফোড় টিভি চ্যানেলের বিরুদ্ধে মানববন্ধন করেছেন চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার একটি রেস্টুরেন্টসহ বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই অনলাইন চ্যানেলটি তাদের প্রতিষ্ঠানে গিয়ে মিথ্যা সংবাদ প্রচারের ভয় দেখিয়ে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছে। প্রথমে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চ্যানেলের পক্ষ থেকে ‘বিজ্ঞাপন’র নাম করে ৬ লাখ টাকা দাবি করা হয়। পরবর্তীতে অর্থ দিতে অস্বীকৃতি জানানো হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, “একটি অনলাইন ভিত্তিক চ্যানেল সাংবাদিকতার নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের হয়রানি করছে। চাঁদা দিতে অস্বীকার করলে মিথ্যা সংবাদ প্রচার করে আমাদের সুনাম নষ্টের চেষ্টা করছে। এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন।”
মানববন্ধন থেকে বক্তারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অভিযোগকারী এ অনলাইন চ্যানেলকে আইনের আওতায় আনা এবং সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিতে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
রিপোর্টারের নাম 





















