০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক নিহত

মেরিন ড্রাইভ বাইক চালাতে গিয়ে সিএনজি মোটরসাইকেলের সংঘর্ষে তুষার নামে এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে জাহেদ নামের আরো এক পর্যটক।হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৮ জুন) বিকেল ৫টায় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে বাইক চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টায় ৩০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা হন। তারা হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মূলত: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বাইক ভাড়া দেওয়া হয়। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পর্যটক ও স্থানীয়রা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে কক্সবাজারের প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও নিয়ম না মেনে এ বাইক ভাড়া দেওয়া হচ্ছে মেরিন ড্রাইভ সড়কে।

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

ট্রাম্প-মোদির আলোচনায় যেসব বিষয় প্রাধান্য পেতে পারে

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটক নিহত

আপডেট টাইম : ১২:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

মেরিন ড্রাইভ বাইক চালাতে গিয়ে সিএনজি মোটরসাইকেলের সংঘর্ষে তুষার নামে এক পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে জাহেদ নামের আরো এক পর্যটক।হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৮ জুন) বিকেল ৫টায় কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে বাইক চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই কুমিল্লা থেকে কক্সবাজার বেড়াতে আসেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টায় ৩০০ টাকায় মোটরসাইকেল ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা মোটরসাইকেল নিয়ে টেকনাফের মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা হন। তারা হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীও গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা গুরুতর হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
মূলত: কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বাইক ভাড়া দেওয়া হয়। এতে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পর্যটক ও স্থানীয়রা দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে কক্সবাজারের প্রশাসন বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও নিয়ম না মেনে এ বাইক ভাড়া দেওয়া হচ্ছে মেরিন ড্রাইভ সড়কে।