০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে যাচ্ছেন রমিজ রাজা

  • স্পোর্ট ডেস্ক
  • আপডেট টাইম : ১২:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ৪৯৬ বার পঠিত

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে যাচ্ছেন রমিজ রাজা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের গদি হারানোর পর থেকেই প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজাকে আর কতদিন দেখা যেতে পারে। ইতোমধ্যে গুঞ্জন ভাসছে যে রমিজ রাজা নিজেই পদত্যাগ করতে যাচ্ছেন।

ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ এনে দেন। এই অলরাউন্ডারের তুমুল জনপ্রিয়তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছিল সেবার অস্ট্রেলিয়ার মাটিতে
পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর মধ্য দিয়ে। এখনো সেটিই পাকিস্তানের অর্জনের খাতায় একমাত্র ওয়ানডে বিশ্বকাপ হিসেবে আছে। খেলোয়াড়ি জীবন শেষে ইমরান নাম লিখিয়েছিলেন রাজনীতিতে।

১৯৫২ সালে জন্মগ্রহণকারী এই সাবেক ক্রিকেটার তেহরিক-ই-ইনসাফ দল গঠন করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা হাতে পান। ২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব
হাতে তুলে নিয়েছিলেন তিনি। মুসলিম বিশ্বে জনপ্রিয় নেতা হিসেবেও আত্মপ্রকাশ করেন ইমরান। তবে প্রধানমন্ত্রীর পদে মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতা হারালেন তিনি।

পার্লামেন্টে অনস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। গত প্রায় আট মাস আগে পিসিবিতে বেশ বড়সড় পরিবর্তন আনেন এই সাবেক ক্রিকেটার। পাকিস্তান দলের আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার
রমিজকে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন ইমরান। রমিজ দায়িত্ব নেওয়ার পরে পাকিস্তান ক্রিকেটে বেশকিছু বড়সড় পরিবর্তনও দেখা যায়। দলও বেশ ভালো পারফর্ম করে এবং অন্যান্য ক্রিকেট
বোর্ডগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে।

About Author Information

পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করতে যাচ্ছেন রমিজ রাজা

আপডেট টাইম : ১২:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানের গদি হারানোর পর থেকেই প্রশ্ন উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজাকে আর কতদিন দেখা যেতে পারে। ইতোমধ্যে গুঞ্জন ভাসছে যে রমিজ রাজা নিজেই পদত্যাগ করতে যাচ্ছেন।

ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপ এনে দেন। এই অলরাউন্ডারের তুমুল জনপ্রিয়তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছিল সেবার অস্ট্রেলিয়ার মাটিতে
পাকিস্তানকে বিশ্বকাপ জেতানোর মধ্য দিয়ে। এখনো সেটিই পাকিস্তানের অর্জনের খাতায় একমাত্র ওয়ানডে বিশ্বকাপ হিসেবে আছে। খেলোয়াড়ি জীবন শেষে ইমরান নাম লিখিয়েছিলেন রাজনীতিতে।

১৯৫২ সালে জন্মগ্রহণকারী এই সাবেক ক্রিকেটার তেহরিক-ই-ইনসাফ দল গঠন করে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা হাতে পান। ২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব
হাতে তুলে নিয়েছিলেন তিনি। মুসলিম বিশ্বে জনপ্রিয় নেতা হিসেবেও আত্মপ্রকাশ করেন ইমরান। তবে প্রধানমন্ত্রীর পদে মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতা হারালেন তিনি।

পার্লামেন্টে অনস্থা ভোটে ক্ষমতা হারিয়েছেন ইমরান খান। গত প্রায় আট মাস আগে পিসিবিতে বেশ বড়সড় পরিবর্তন আনেন এই সাবেক ক্রিকেটার। পাকিস্তান দলের আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার
রমিজকে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন ইমরান। রমিজ দায়িত্ব নেওয়ার পরে পাকিস্তান ক্রিকেটে বেশকিছু বড়সড় পরিবর্তনও দেখা যায়। দলও বেশ ভালো পারফর্ম করে এবং অন্যান্য ক্রিকেট
বোর্ডগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে।