০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ডিজিটাল ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন পেল ‘নগদ’

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ জুন থেকে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে
একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার ধারণের সীমা তুলে দেওয়ার মতো নীতিমালায় ছাড় দিয়ে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত কোনো ব্যক্তি, কোম্পানি বা তাদের পরিবারের সদস্যরা এককভাবে, যৌথভাবে বা যৌথ মালিকানার মাধ্যমে ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবে না। তবে নগদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

আজ সোমবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ জুন থেকে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

এর মানে নগদ ডিজিটাল ব্যাংক এখন থেকে অন্য প্রচলিত ব্যাংকের মতোই কার্যক্রম পরিচালনা করতে পারবে। অন্যান্য ব্যাংকের সঙ্গে প্রাথমিক পার্থক্য হলো, ডিজিটাল ব্যাংকগুলোর শুধুমাত্র একটি সদর দপ্তর থাকবে, অন্য কোনো শাখা থাকবে না।

২০২০ সালে নগদ সর্বপ্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে।

লাইসেন্স পাওয়ার পর নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সিইও তানভীর এ মিশুক গণমাধ্যমকে বলেন, ”ক্যাশলেস লেনদেন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট অর্থনীতির দেশে পরিণত করতে ডিজিটাল ব্যাংকের বিকল্প নেই। দেশের সিংহভাগ মানুষ এখনো আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে। তাদের নিয়ে কাজ করবে নগদ ডিজিটাল ব্যাংক।’

তিনি বলেন, ‘দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়া ঐতিহাসিক। আমি আমাদের ৯.৫ কোটি গ্রাহক এবং সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা জানাই।’

ডিজিটাল ব্যাংকের প্রস্তুতির বিষয়ে তানভীর এ মিশুক বলেন, ‘গ্রাহকদের আর ব্যাংকে আসতে হবে না, বরং ব্যাংকই মানুষের হাতে হাতে ঘুরবে। কোনো রকম জামানত ছাড়াই সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিম চালুসহ সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনসংক্রান্ত সব সমস্যার সমাধান দেবে ডিজিটাল ব্যাংক। শিগগিরই এই ব্যাংকিং সেবা দিতে শুরু করব বলে আশা করি।’

Tag :
About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

ট্রাম্প-মোদির আলোচনায় যেসব বিষয় প্রাধান্য পেতে পারে

ডিজিটাল ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন পেল ‘নগদ’

আপডেট টাইম : ১১:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ জুন থেকে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে
একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের শেয়ার ধারণের সীমা তুলে দেওয়ার মতো নীতিমালায় ছাড় দিয়ে বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ ডিজিটাল ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত কোনো ব্যক্তি, কোম্পানি বা তাদের পরিবারের সদস্যরা এককভাবে, যৌথভাবে বা যৌথ মালিকানার মাধ্যমে ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ারের মালিক হতে পারবে না। তবে নগদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

আজ সোমবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ জুন থেকে ‘নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

এর মানে নগদ ডিজিটাল ব্যাংক এখন থেকে অন্য প্রচলিত ব্যাংকের মতোই কার্যক্রম পরিচালনা করতে পারবে। অন্যান্য ব্যাংকের সঙ্গে প্রাথমিক পার্থক্য হলো, ডিজিটাল ব্যাংকগুলোর শুধুমাত্র একটি সদর দপ্তর থাকবে, অন্য কোনো শাখা থাকবে না।

২০২০ সালে নগদ সর্বপ্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে।

লাইসেন্স পাওয়ার পর নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং সিইও তানভীর এ মিশুক গণমাধ্যমকে বলেন, ”ক্যাশলেস লেনদেন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি স্মার্ট অর্থনীতির দেশে পরিণত করতে ডিজিটাল ব্যাংকের বিকল্প নেই। দেশের সিংহভাগ মানুষ এখনো আর্থিক অন্তর্ভুক্তির বাইরে রয়েছে। তাদের নিয়ে কাজ করবে নগদ ডিজিটাল ব্যাংক।’

তিনি বলেন, ‘দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়া ঐতিহাসিক। আমি আমাদের ৯.৫ কোটি গ্রাহক এবং সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা জানাই।’

ডিজিটাল ব্যাংকের প্রস্তুতির বিষয়ে তানভীর এ মিশুক বলেন, ‘গ্রাহকদের আর ব্যাংকে আসতে হবে না, বরং ব্যাংকই মানুষের হাতে হাতে ঘুরবে। কোনো রকম জামানত ছাড়াই সিঙ্গেল ডিজিট সুদে ঋণ দেওয়া হবে। পাশাপাশি ক্ষুদ্র সঞ্চয় স্কিম চালুসহ সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনসংক্রান্ত সব সমস্যার সমাধান দেবে ডিজিটাল ব্যাংক। শিগগিরই এই ব্যাংকিং সেবা দিতে শুরু করব বলে আশা করি।’