০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

পাকিস্তানে বো’মা বিস্ফোরণে নিহ’ত ৩

  • নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : ০২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ৪৮৪ বার পঠিত

পাকিস্তানে বো'মা বিস্ফোরণে নিহ'ত ৩

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ১টি রেললাইনে গোপনে পেতে রাখা বো-মা বিস্ফোরণে একটি যাত্রীবাহী ট্রেনের অন্তত ৩ যাত্রী নিহ’ত ও ১২ জন আহত হয়েছে। আজ রবিবার ট্রেনটি পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাস্তাং এলাকায় পৌঁছানোর পর এ বিস্ফোরণ ঘটে। প্রদেশটিতে জঙ্গিদের তৎপরতা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা শাফকাত আনোয়ার জানিয়েছেন, বোমা’টি আগেই রেললাইনে পেতে রাখা হয়েছিল। ট্রেন’টি দাস্ত এলাকায় যাওয়ার পর এই বিস্ফোরণ ঘটে। ঐ এলাকাটি মাস্তাংয়ের একটি অংশ। শাফকাত আরোও বলেন, জাফর এক্সপ্রেস নামের ট্রেন’টি বেলুচিস্তানের প্রধান নগরী কোয়েটা থেকে রওয়ানা দিয়ে মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি নগরে যাচ্ছিল।


শাফকাত আরো বলেন, বিস্ফোরণের পর ট্রেন’টি লাইন চ্যুত হয়ে পড়লে একটি বগি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, এই ঘটনায় অন্তত ৩ যাত্রী নিহ-ত হয়েছেন। তাদের মধ্যে ঘটনা স্থলেই দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। এই ব্যাপারে অপর আরেকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার সাম্মো জানান, এই হাম-লা চালাতে আইইডি (ঘরে তৈরি বো-মা) ব্যবহার করা হয়েছে। সাম্মো বলেন, ট্রেনটিতে প্রায় ৬৫০ যাত্রী ছিল। তবে এখনও এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি কোন গোষ্ঠী বা সংগঠন। বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্ন তাকারী’রা অধিকতর স্বায়ত্ত শাসনের দাবিতে দীর্ঘ দিন ধরেই নাশ-কতা চালিয়ে আসছে। এছাড়াও এই প্রদেশে জাতিগত সহিংসতা ও ইসলাম পন্থীদের তৎপরতা বেশ রয়েছে।

About Author Information

জনপ্রিয় সংবাদ

আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে সৌম্যর সরকারের মধ্যে

চসিকের উচ্ছেদকৃত পাঁচলাইশে সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মিত সেই দোকানগুলো পুনরায় চালুর পায়তারা

পাকিস্তানে বো’মা বিস্ফোরণে নিহ’ত ৩

আপডেট টাইম : ০২:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ১টি রেললাইনে গোপনে পেতে রাখা বো-মা বিস্ফোরণে একটি যাত্রীবাহী ট্রেনের অন্তত ৩ যাত্রী নিহ’ত ও ১২ জন আহত হয়েছে। আজ রবিবার ট্রেনটি পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাস্তাং এলাকায় পৌঁছানোর পর এ বিস্ফোরণ ঘটে। প্রদেশটিতে জঙ্গিদের তৎপরতা রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পাকিস্তান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা শাফকাত আনোয়ার জানিয়েছেন, বোমা’টি আগেই রেললাইনে পেতে রাখা হয়েছিল। ট্রেন’টি দাস্ত এলাকায় যাওয়ার পর এই বিস্ফোরণ ঘটে। ঐ এলাকাটি মাস্তাংয়ের একটি অংশ। শাফকাত আরোও বলেন, জাফর এক্সপ্রেস নামের ট্রেন’টি বেলুচিস্তানের প্রধান নগরী কোয়েটা থেকে রওয়ানা দিয়ে মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি নগরে যাচ্ছিল।


শাফকাত আরো বলেন, বিস্ফোরণের পর ট্রেন’টি লাইন চ্যুত হয়ে পড়লে একটি বগি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, এই ঘটনায় অন্তত ৩ যাত্রী নিহ-ত হয়েছেন। তাদের মধ্যে ঘটনা স্থলেই দুজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। এই ব্যাপারে অপর আরেকজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার সাম্মো জানান, এই হাম-লা চালাতে আইইডি (ঘরে তৈরি বো-মা) ব্যবহার করা হয়েছে। সাম্মো বলেন, ট্রেনটিতে প্রায় ৬৫০ যাত্রী ছিল। তবে এখনও এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি কোন গোষ্ঠী বা সংগঠন। বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্ন তাকারী’রা অধিকতর স্বায়ত্ত শাসনের দাবিতে দীর্ঘ দিন ধরেই নাশ-কতা চালিয়ে আসছে। এছাড়াও এই প্রদেশে জাতিগত সহিংসতা ও ইসলাম পন্থীদের তৎপরতা বেশ রয়েছে।